গোপালগঞ্জ জেলা শহরের নতুন বাজার রোডে প্রতিপক্ষের হামলায় নিহত হাবিব মোল্লার হত্যাকারীদের বিচারের দাবিতে আজ বুধবার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
নিহতের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচীর আয়োজন করে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী কয়েকশ” এলাকাবাসী এ কর্মসূচী পালন করে হাবিব মোল্লা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এসময় তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে আন্দোলন করে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর হাবিবকে গোপালগঞ্জ শহরের নতুন বাজার রোডের একটি গলিতে নিয়ে গিয়ে একদল লোক পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। সংকটজনক অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ আড়াই শ” বেড জেনারেল হাসপাতালে ও পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ১ জানুয়ারী চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বাকী আসামিদেরকে দ্রুতই গ্রেফতার করতে পারবে বলে সদর থানার ওসি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন