গোপালগঞ্জে শীতার্তদের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন এর উদ্যোগে কম্বল বিতরণ ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলা শহরের চাঁদমারী রোডে উদ্দীপন কার্যালয় চত্বরে দেড় শতাধিক অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। উদ্দীপনের পিরোজপুর জোনের জোনাল ব্যবস্থাপক মো. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এর আগে কম্বল বিতরণের পাশাপাশি অসহায় দরিদ্রদের মেডিকেল সেবা প্রদান করা হয়।
এসময় উদ্দীপনের গোপালগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ ইমাম হোসেন, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মুন্সী মোহাম্মদ হুসাইন উপস্থিত ছিলেন।
৭৫ বছর বয়সী বৃদ্ধা আলেয়া বেগম উদ্দীপনের দেয়া কম্বল পেয়ে বলেন, শীতে অনেক কষ্ট হচ্ছিল, কম্বল পেয়ে শীতে একটু গায় দিতে পারবো।
বিডি প্রতিদিন/ফারজানা