‘শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া’ স্লোগানে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের নিয়ে রংপুর বিভাগীয় দশম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহসিন চৌধুরী বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক আইরিন সুলতানা, রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, ৩২টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
বিডি প্রতিদিন/এমআই