২১ জানুয়ারি, ২০২৩ ২১:৪৩

টেকনাফে অস্ত্রসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

টেকনাফে অস্ত্রসহ আটক ২

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি অবস্থায় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। শনিবার বিকেল ৫টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া স্টেশন থেকে দুই যুবককে আটক করা হয়। 

তারা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রইক্ষ্যং এলাকার আবু তালেবের ছেলে আবু ছিদ্দিক ও  রহিম উল্লাহ'র ছেলে মো. শফিক। এদের কাছ থেকে দেশীয় তৈরী দুটো আগ্নেয়াস্ত্র,  দুটি গুলি ও একটি ছড়া জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকা রইক্ষ্যংয়ের  দুই যুবক তাদের এলাকা থেকে ৫ কিলোমিটার দূরে কাঞ্জরপাড়া এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। সেই সাথে তাদের ঘোরাঘুরি উদ্দেশ্য খারাপ হওয়ায় স্থানীয় জনতা জড়ো হয়ে তাদের আটক করে। তাদের নিকট অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত হলে স্থানীয় পুলিশ ফাঁড়িকে খবর দেয়া হয়। পরে পুলিশ কাঞ্জরপাড়া স্টেশন থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানান, অস্ত্রগুলো রোহিঙ্গাদের হতে পারে। তারা বহন করছিলেন বলে তাদের ধারণা। 
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অস্ত্র নিয়ে কেন ঘোরাঘুরি করছে। সেই সাথে পিসিপিআর যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।


বিডি প্রতিদিন/এএম 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর