ভোলায় বাস মালিক সমিতি ও পৌরসভা কর্তৃক লাইসেন্সের নামে হয়রানির প্রতিবাদের বিক্ষোভ ও মানববন্ধন করেছে ব্যাটারী চালিত অটোরিকশা চালকরা। আজ রবিবার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভোলা প্রেসক্লাব চত্বরে অটোরিকশা চালকরা জরো হন। এসময় ভোলা শহরের বিভিন্ন প্রবেশপথ অবরোধ করে বিভিন্ন দাবি বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা। এতে চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রী সাধারণকে।
সম্প্রতি ভোলা পৌরসভা বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে লাইসেন্স নেয়া রিক্সা অটোরিকশা পৌর এলাকায় প্রবেশ করার উপর বিধিনিষেধ আরোপ করে। পৌর এলাকায় প্রবেশ করতে হলে পৌরসভা থেকে তাদেরকে আবারও লাইসেন্স নিতে হবে এমন ঘোষণা দেয়া হয়। এতে রিক্সা মালিক ও চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যারা ইউনিয়ন পরিষদ থেকে লাইসেন্স নিয়েছে তাদেরকে পৌরসভার মধ্যে গাড়ি চালাতে দেওয়া হচ্ছে না। অথচ অন্যান্য যানবাহনগুলো দেখা যায় বাংলাদেশের যেকোন এক যায়গা থেকে লাইসেন্স নিয়ে সারাদেশে গাড়ি চালাতে পারে। তাহলে অটোরিকশার ক্ষেত্রে দুই যায়গা থেকে কেন লাইসেন্স নিতে হবে।
একটি লাইসেন্স দিয়ে যাতে সব যায়গায় গাড়ি চালাতে পারে সেই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এসময় তারা আরও বলেন, শহরের বিভিন্ন পয়েন্টে অটোরিকশা থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এই চাঁদাবাজী বন্ধ করতে হবে। এছাড়াও বাস মালিক সমিতির লোকজন তাদেরকে হয়রানী করছে। বাস মালিক সমিতির হয়রানী বন্ধের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বিক্ষোভকারীরা।
বিডি প্রতিদিন/এএ