জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন। আজ রবিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত অসহায় এক হাজার পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরন করা হয়
স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব অধ্যাপক একেএম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন অর রশীদ মামুন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহীদ, সালথা উপজেলা বিএনপির ফরিদুর রহমান ফরিদ, নগরকান্দা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন মোল্লা, জুবায়ের হুসাইন, রফিকুল ইসলাম, মিজানুর রহমান।
এসময় বিলনালিয়া আশেপাশের গ্রামের প্রায় সহস্রাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। বিএনপি, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। এসময় শহিদুল ইসলাম বাবুল মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করার অভিযোগ করে অবিলম্বে খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ