নেত্রকোনায় মাধ্যমিক স্কুল পর্যাযে অনুষ্ঠিত হয়েছে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার বিকালে সাতপাই স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতার সমাপনী শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জানুয়ারি শুরু হওয়া খেলা চলে ২১ জানুয়ারী পর্যন্ত। আজ চূড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন। এসময় পুলিশের আতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান ও জেলা মাধ্যমিক কর্মকর্তা মো. আব্দুল গফুরসহ ১০ উপজেলার বিজয়া শিক্ষার্থী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, জেলার ১০ উপজেলার প্রতিটি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বালক ও বালিকারা অংশ নেয়। ৫ দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন আঙ্গিকে বড়, ছোট ও মধ্যম ভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও দলীয় খেলার মধ্যে ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস ও সাইক্লিং অনুষ্ঠিত হয়।
একক খেলার মধ্যে ১০০/২০০ মিটার স্প্রিন্ট, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ১০০ মিটার দৌড় ও দড়ি লাফ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার তিন শতাধিক ছেলে মেয়ে অংশ নিয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল