বাগেরহাট-মাওয়া জাতীয় মহাসড়কের মোল্লাহাটের শুরিগাতী সরকারি পুকুরের সামনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মো. রুবেল (২৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২০ জন। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে পড়া দুটি বাসের মধ্যে থেকে গুরুতর আহত ২১ জনকে উদ্ধার করে। আহতদের দ্রুত ফকিরহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। নিহত এনজিও কর্মী মো. রুবেল নাটোরের উদয়রপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। সে ঢাকা থেকে কর্মস্থল বাগেরহাটে ফিরছিল। গুরুতর আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, বুধবার দুপুর ১২টার দিকে উক্ত স্থানে ঢাকা থেকে বাগেরহাটের রায়েন্দার উদ্দেশে ছেড়ে আসা ফালগুনী পরিবহন ও ঢাকাগামী রূপসী বাংলা পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুটি বাস দুমড়েমুচড়ে যায়। এতে একজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ দুটি বাস জব্দ করলেও চালক ও হেলপাররা পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/এমআই