ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তরফ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে শহরের আলীপুরস্থ শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিয়াজ জামান সজিবসহ জেলা ও কোতয়ালী থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার। সভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী ১১টি ইউনিয়নের ৫৩ জন চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকেরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ