এসএসসি পরীক্ষা-২০২২ এর ফলাফলে রাজশাহী বিভাগের সেরা হয়েছেন সুজানগর উপজেলার দুলাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আশরাফুল আবেদীন আলিফ। এ উপলক্ষ্যে বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
এছাড়া শাফায়েত খান লিখন উপজেলার মধ্যে দ্বিতীয় ও মনিষা কৈরালা ঘোষ তৃতীয় হওয়ায় তাদেরও সংবর্ধিত করা হয়। এ সময় কৃতি এ শিক্ষার্থীদের বই, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাননান, দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম শাহজাহান, বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. আব্দুল মজিদসহ আরো অনেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন লিটন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের এমন ফলাফল গর্বের উল্লেখ করে বলেন, শুধু ফলাফলে সেরা হলে চলবে না। জ্ঞান ও প্রকৃত মেধায় দেশকে আলোকিত করতে হবে। এছাড়া কৃতি শিক্ষার্থীর পরিবার ও শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রকাশ করেন তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন