আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে বুধবার গাইবান্ধা জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, শামছুল হাসান শামছুল, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু প্রমুখ।
বক্তারা বলেন, এই সরকার দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট ও গণবিরোধী । তাই এই সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও রাজবন্দীদের মুক্তিসহ বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে।
বিডি প্রতিদিন/এএ