গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফার দাবিতে সমাবেশ করেছে পিরোজপুর জেলা বিএনপি। আজ বুধবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ সহ নেতৃবৃন্দ। সমাবেশে বর্তমান সরকারের পদত্যাগ, তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব নেতাকর্মীর মুক্তি দাবি এবং বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবী জানানো হয়।
বিডি প্রতিদিন/এএ