দিনাজপুরের খানসামা উপজেলার মধ্য আঙ্গারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে একই স্কুলের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বুধবার বিকেলে ভুক্তভোগী ওই স্কুলের ছাত্রীদের অভিভাবকরা খানসামা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।
ওই অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, মধ্য আঙ্গারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম মাহমুদ (৫৩) দীর্ঘদিন ধরে অসৎ চরিতার্থে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছেন। পাঠদানের অজুহাতে বিভিন্ন ভঙ্গিমায় ছাত্রীদেরকে অশ্লীল ভিডিও দেখিয়ে শ্লীলতাহানি করে থাকেন। এসব অপকর্মের কথা অভিভাবকদের জানাতে চাইলে বেত্রাঘাত ও পরীক্ষায় ফেল করার হুমকি দিয়ে ছাত্রীদের জিম্মি করে রাখেন ঐ সহকারী শিক্ষক।
স্থানীয়রা জানায়, শ্লীলতাহানির ঘটনা ছাত্রীদের মাধ্যমে অভিভাবকরা জানতে পারলে ২৩ জানুয়ারি প্রধান শিক্ষককে মৌখিকভাবে অবহিত করে বিচার দাবি করেন। কিন্তু এতেও কোন সুরাহা না হওয়ায় তারা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দেয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপী চাঁদ রায় বলেন, শ্লীলতাহানির বিষয়ে ছাত্রী ও অভিভাবকদের লিখিত অভিযোগ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার অনুপম ঘোষ বলেন, এমন অভিযোগ সত্যিই ন্যাক্কারজনক। অভিযোগের সত্যতা যাচাইয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার অভিযোগ প্রাপ্তির কথা জানিয়ে বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার শুনানী হবে। তদন্ত প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/এএ