গণতন্ত্র পুনঃরুদ্ধার ও গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ১০ দফা বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নোয়াখালতে বিএনপির এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি সভাপত্বিতে বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান।
সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, এডভোকেট শাহাদাত, ওমর ফারুক টপি, শহর বিএনপির সভাপতি আবু নাছের, ভিপি জসিম, ভিপি পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ নোমান, ছাবের আহাম্মেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে বিক্ষোভ সমাবেশ মিলিত হয়।
বিডি প্রতিদিন/এএ