বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদারসি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জয় হালদার (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাদারসি গ্রামের কৃষক সঞ্জয় হালদার (৪৮) পাওয়ার পাম্প চালিয়ে পাণের বরজে পানি দিতে যান। পানির পাম্পের সাথে সঙ্গে বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয়কে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত ) মো : তৌহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম