লালমনিরহাটের পাটগ্রামে সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা শিক্ষক সমিতি, ছাত্রলীগ এবং পাটগ্রাম অটো মিল ও চাতাল মালিক সমিতি। বুধবার পাটগ্রাম পৌরসভার বিভিন্ন স্থানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুপুরে পৌরসভার টিএন স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে প্রতিবাদ সমাবেশে সমিতির সভাপতি আব্দুল ওহাব প্রধান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবন্দ বক্তব্য রাখেন।
নিহত পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম.ওয়াজেদ আলীর স্মৃতিচারণ করে সভায় উপস্থিত বক্তারা বলেন, শুধু পাটগ্রাম নয় জেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে হত্যা ‘পরিকল্পিত ঘটনা’ দাবি করে ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার পেছনের ঘটনা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়।
কর্মসূচি শেষে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম থানার ওসির মাধ্যমে লালমনিরহাট পুলিশ সুপার ও উপজেলা নির্বাহীর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে স্মারকলিপি দেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে পৌরসভার নিউ পূর্ব পাড়ার নিজস্ব বাড়ির সামনে সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলী (৬৯) দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে আহত হন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে মারা যান তিনি। নিহতের ছোট ছেলে মো. রিফাত হাসান (২৯) বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে নেমে পাটগ্রাম থানা পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেফতার করলেও এজাহারভুক্ত মূল আসামিকে ঘটনার পাঁচদিন পরেও গ্রেফতার করতে পারিনি।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। তদন্ত চলছে। এ পর্যন্ত ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারকৃতের তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। দ্রুত প্রধান আসামিকে গ্রেফতার করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল