রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট থেকে অজ্ঞাত এক যুবকের (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে লঞ্চঘাটের পল্টুনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেন দৌলতদিয়া নৌ-পুলিশের সদস্যরা।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় দিকে স্থানীয়রা লঞ্চঘাটের পল্টুনের পাশে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে নৌ পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।
দৌলতদিয়া নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ এম সিরাজুল কবির বলেন, আমরা স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ৮-১০দিন আগের হতে পারে। মরদেহ মর্গে প্রেরণ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম