২৫ জানুয়ারি, ২০২৩ ২০:৩৮

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ আলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী করলিয়ামুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে জঙ্গল থেকে ফুলের ঝাড়ু সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন মোহাম্মদ আলম। ফুলের ঝাড়ু সংগ্রহ করে বাড়ি ফিরে আসার পথে বন্য হাতির সামনে পড়েন তিনি। এসময় বন্য হাতিটি তাকে পা দিয়ে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম জানান, খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মোহাম্মদ আলমের বাড়িতে নিয়ে আসেন। বিকেলেই নিহত মোহাম্মদ আলমের দাফন সম্পন্ন হয়। বিষয়টি বনবিভাগকে অবহিত করা হয়েছে। নিহত মোহাম্মদ আলম বাইশারীর উত্তর করলিয়ামুড়া গ্রামের বাসিন্দা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর