নড়াইল সদর ও লোহাগড়া থানায় দায়েরকৃত দুটি নাশকতার মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম. সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জিএম নজরুল জমাদ্দার, সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিমসহ ৪২ জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।
বুধবার নড়াইল আদালতে হাজির হলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আলমাচ হোসেন মৃধা জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নড়াইল জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মোঃ এমদাদুল ইসলাম জানান, গত ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ উপলক্ষ্যে সারা দেশের ন্যায় নড়াইলের চারটি থানার বিভিন্ন এলাকায় বোমা বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টির চেষ্টা করে বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা। এর ধারাবাহিকতায় গত ডিসেম্বর মাসের তিন তারিখে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ও ১৯০৮ সালের বিষ্ফোরক আইনে চারটি থানায় পৃথক চার মামলা দায়ের করে পুলিশ। এ মামলা দায়েরের পর আসামীরা হাইকোর্টে জামিনের প্রার্থনা করলে হাইকোর্ট ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালিন জামিন মঞ্জুর করেন। পাশাপাশি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার আদেশ প্রদান করেন।
বুধবার নড়াইল ও লোহাগড়া থানায় দায়েরকৃত দুটি মামলায় ৪২জন আসামী আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। এর মধ্যে সদর থানায় দায়েরকৃত মামলায় ২৯ জন এবং লোহাগড়া থানায় দায়ের কৃত নাশকতার অপর মামলায় ১৩ জনকে কারাগারে প্রেরন করে আদালত।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার বলেন, পৃথক দুই মামলায় ৪২ জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক শুনানি শেষে আসামিদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এএম