টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনরত অবস্থায় মোস্তফা কামাল (২৯) নামের এক যুবককে অটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। মোস্তফা কামাল পৌরভার ৪ নম্বর ওয়ার্ড উত্তরামোড় এলাকার মৃত জয়নাল অবেদীনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসতো। খবর পেয়ে মাদক সেবন করা অবস্থায় পৌরসভার উত্তরা মোড় এলাকায় তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় স্থানীয় জানায় মোস্তাফার অত্যাচারে এলাকাবাসী ও তার পরিবার অতিষ্ট হয়ে উঠেছে। মাঝে মধ্যে তার মায়ের উপর অত্যাচর করতো সে।
উপজেল নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের বিধি অনুযায়ী মোস্তফা কামাল নামের যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ