জমি নিয়ে বিরোধের জেরে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে ঘোড়াঘাট পৌর শহরের খোদাদপুর গ্রামের চুনিয়াপাড়া চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনোয়ার হোসেন মিম (২৪) ঘোড়াঘাট পৌর শহরের খোদাদপুর গ্রামের চুনিয়াপাড়া চারমাথা এলাকার হায়দার আলীর ছেলে ও রাকিব হোসেন (২৩) ওই এলাকার ইসমাঈল হোসেনের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ঘোড়াঘাটের খোদদাতপুর এলাকার হায়দার আলীর সঙ্গে একই এলাকার ওমর আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ওমর আলীর পরিবারের লোকজন হায়দার আলীর ছেলের মনোয়ার হোসেন এবং রাকিব হোসেনকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মনোয়ার হোসেন মিমকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। অপরদিকে রাকিবকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথিমধ্যে মারা যায়।
এছাড়াও প্রতিপক্ষ ওমর ফারুকের পক্ষে ৪জন আহত ও হয়দার আলীর পক্ষে ২জন আহত অবস্থায় ঘোড়াঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে দু’জন মারা গেছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম