রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশ উপলক্ষে নাটোর সদর ও পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভায় দুই পক্ষের অনুসারীদের মাঝে বাকবিতণ্ডা এবং ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। দুই পক্ষের মধ্যে হঠাৎ উত্তেজনা শুরু হলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বুধবার দুপুরে এন এস সরকারি কলেজ মিলনায়তনে সভা চলাকালীন এ ঘটনা ঘটে।
বুধবারের প্রস্তুতি সভায় উপস্থিত একাধিক আওয়ামী লীগের কর্মী জানান, সদর ও পৌর আওয়ামী লীগের প্রথম পরিচিতি ও ২৯শে জানুয়ারির সমাবেশে যোগদানের প্রস্তুতি উপলক্ষে সভা আহ্বান করেন সদর উপজেলা সভাপতি-সম্পাদক এবং পৌর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু। এই সভায় যোগদান করেন এমপি শিমুল ও তার অনুসারী হিসেবে পরিচিত নেতাকর্মীরা। সভা শুরুর পর দুপুরে নিজ অনুসারীদের নিয়ে সেখানে হাজির হন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান। এ সময় রমজান পৌর সাধারণ সম্পাদকের একক কর্তৃত্বে সভা আহ্বান ও কমিটির বাইরের নেতাকর্মীদের যোগদান নিয়ে প্রশ্ন তোলেন। মঞ্চ থেকে পাল্টা প্রতিবাদ শুরু হলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে সভা বয়কট করে চলে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান।
বিডিপ্রতিদিন/কবিরুল