হাজারো কৃষকের স্বপ্ন পূরণের আশা নিয়ে দিনাজপুরের বেলান নদীর খনন কাজ শুরু হয়েছে। এই নদী খননের ফলে কৃষি, মৎস্য চাষ, হাঁস পালন, আর্থ-সামাজিক উন্নয়ন ও ফসল উৎপাদনে সুবিধা পাবে চাষিরা।
বৃহস্পতিবার দুপুরে খানসামার কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অধীনে জাইকা ও এলজিইডির অর্থায়নে কাচিনীয়া বাজার বেলান নদী উপ-প্রকল্প এর আওতায় চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া বৈকুন্ঠপুর এলাকায় খনন কাজ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উদ্বোধনকালে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, এই এলাকার হাজারো কৃষকের স্বপ্ন পূরণের লক্ষ্যে বেলান নদীর খনন কাজ শুরু করা হয়েছে। আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের স্বপ্ন পূরণ করে। যারা উন্নয়ন দেখতে পায় না, তাদের চোখের সমস্যা আছে।
এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প ২য় পর্যায়ের আওতায় বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর যৌথ অর্থায়নে ও এলজিইডি'র বাস্তবায়নে বেলান নদী, মরা খাল ও শাখা খাল মিলে মোট ১১ কিলোমিটার নদী ৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে খনন কাজ সম্পন্ন করা হবে।
চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনীল কুমার সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও খানসামা রাশিদা আক্তার, ইউএনও চিরিরবন্দর খালিদ আহসান, খানসামা উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাইফুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান, কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ