বগুড়ার কাহালু উপজেলায় নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে খাদ্য উৎপাদন করায় দুই বেকারি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাহালু উপজেলার কাশিমালা বিরকেদার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী জানান, নিষিদ্ধ রং ও শাল্টু মিশিয়ে খাদ্য উৎপাদনের দায়ে কাহালুর ওয়ান ফুডকে ৪০ হাজার ও পাক বাগদাদ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উভয় প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এই অভিযানে কাহালু উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশ বিভাগ সহযোগিতা করে।
বিডিপ্রতিদিন/কবিরুল