নানা আনুষ্ঠানিকতায় বরিশালে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল বিএম কলেজসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সরস্বতী পূজায় অংশগ্রহণ করেন হাজারো ভক্ত।
মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মর্তে আগমন ঘটে বিদ্যার দেবী সরস্বতীর। সনাতন ধর্ম মতে, বিদ্যা, বানী ও সুরের দেবী সরস্বতী।
বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল বিএম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং সনাতন ধর্মাবলন্বীদের বাড়িতেও আয়োজন করা হয় সরস্বতী পূজার। ভক্তরা বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর চরণে অঞ্জলি প্রদান করেন।
করোনার কারণে গত ২ বছর বরিশালেসরস্বতী পূজা আয়োজন করা হয়নি। এ কারণে এবার উৎসবমুখর পরিবেশে প্রার্থনায় অংশ নেয় ভক্তরা। তারা বিদ্যা অর্জন এবং মঙ্গল কামনায় দেবীর আরাধনা কামনা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল