‘বদলে যাবো, বদলে দেবো’ শ্লোগানে নীলফামারীতে খড়খড়িয়া নদীর একটি অংশে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ‘ক্লিন রিভার বাংলাদেশ’ নামে একটি সংগঠন।
শনিবার সকালে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়ন দিয়ে প্রবাহিত খড়খড়িয়া নদীর শালহাটি অংশে এই পরিছন্নতা কর্মসূচি চালায় সংগঠনটির ১৫ জন সদস্য।
এতে নেতৃত্ব দেন সংগঠনের নীলফামারী জেলা ক্যাপ্টেন আব্দুল জব্বার ও কো-ক্যাপ্টেন শামীম হোসেন। আব্দুল জব্বার জানান, নদী ময়লা আবর্জনায় ভর্তি হচ্ছে, এরফলে নদীর পরিবেশ নষ্ট হচ্ছে। নদী পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এই পরিচ্ছন্ন অভিযান পালন করে সংগঠনটি।
বিডি প্রতিদিন/হিমেল