জনসভা থেকে বাড়ি ফেরার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশন বাজারে ট্রেনে দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আহত যুবকের নাম মুসা। তিনি গোলজার হোসেনের ছেলে। তার গ্রামের বাড়ি নাটোরের কেশবপুরে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল হাসপাতালে আইসিইউ এ ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা শেষে নাটোরগামী ‘নাটোর স্পেশাল’ ট্রেনের ছাঁদে করে এক যুবক বাড়ি ফিরছিলেন। কিন্তু উপরে থাকা ডিশ লাইনের তারে লেগে নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকেরা তৎক্ষণাৎ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
উল্লেখ্য, ২৯ জানুয়ারি বিকেলে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/নাজমুল