মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃনগর উপবন ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকালে কুলাউড়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পরে রেললাইন থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানারা বেগম বলেন, রেলস্টেশন এলাকার রেললাইনে ট্রেনে কাটা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে প্রেরণ করে।
তিনি আরও বলেন, সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই