পুলিশের নাশকতার মামলায় খুলনার বটিয়াঘাটা, ডুমুরিয়া ও পাইকগাছা বিএনপির ৪৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। রবিবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না-মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিবাদী পক্ষের আইনজীবী অ্যাড. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বটিয়াঘাটা, ডুমুরিয়া ও পাইকগাছা থানায় পুলিশ ষড়যন্ত্রমূলক মিথ্যা নাশকতা মামলা করে। ওই মামলায় জামিন নিতে আদালতে হাজির হয় বটিয়াঘাটা থানা বিএনপির সভাপতি খায়রুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক খন্দকার ফারুক, পাইকগাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক ও বটিয়াঘাটা জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামানসহ ৪৭ নেতাকর্মী। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
এর আগে ২৫ জানুয়ারি খুলনা, লবনচরা ও হরিণটানা থানায় নাশকতার তিনটি মামলায় মহানগর ও জেলা বিএনপির দুই সদস্য সচিবসহ ৬৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করেন আদালত।
মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেন, মহানগরী ও জেলার বিভিন্ন থানায় মিথ্যা গায়েবী মামলা করা হয়েছে। এসব মামলায় অসংখ্য নেতাকর্মীকে অভিযুক্তও করা হয়েছে। তাদের গ্রেফতার, জামিন বাতিলসহ নানাভাবে হয়রানী করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ