'বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার' প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে ভালুকায় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ।
রবিবার দুপুরে পৌরসভার মেজরভিটাস্থ কার্যালয়ে ৩০ জন প্রতিবন্ধীদের মাঝে পর্যায়ক্রমে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বাংলা ইশারা ভাষা প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মান উন্নয়নের লক্ষে কাজ করছে ওই প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আশরাফুন নাহারের সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (ময়মনসিংহ) মনিরা সুলতানা মনি।
এসময় উপস্থিত ছিলেন ফরিদা বানু লস্কর সুইট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাম্মেল হোসেন, ডা. মাসুম স্বপন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ