বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম সামংগ্যা ত্রিপুরা (৫০)। তিনি একজন নৌকার চালক ছিলেন। রবিবার দুপুরে সদর উপজেলার রেমাক্রি ইউনিয়নের পদ্মমুখঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
থানচি থানার ওসি মো. এমদাদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সকালে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে থানচি থেকে ৭ জন পর্যটক ও এক গাইড নিয়ে রেমাক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন চালক সামংগ্যা ত্রিপুরা। দুপুরদিকে পদ্মামুখঝিরি এলাকায় আসলে অপর প্রান্ত থেকে আসা ইঞ্জিনচালিত নৌকার সাথে মুখোমুখি সংঘর্ষ লাগে। ঘটনাস্থলে অবস্থানরত যাত্রীরা আঘাতপ্রাপ্ত না হলেও চালক সামংগ্যা ত্রিপুরার গলায় ইঞ্জিন নৌকার পেছনের পাখা লেগে মারাত্মক আঘাত পান। আহত অবস্থায় তাকে স্থানীয় ও পর্যটকরা উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল্লাহ আল নোমান জানান, হাসপাতালে আনার পথেই আহত সামংগ্যা ত্রিপুরার মৃত্যু ঘটে।
পুলিশ সূত্র জানায়, আইনি প্রক্রিয়া শেষে নিহত সামংগ্যা ত্রিপুরার মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম