ময়মনসিংহে বিএনপির অঙ্গ সংগঠনের ৮৬ নেতাকর্মীর নামে মামলা দায়ের হয়েছে। এই মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ৫ নেতাকর্মীকে। পরে রবিবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- রাশেদুল ইসলাম (১৯), এমদাদুল হক (১৯), হারুন মিয়া (২০), আরিফুল ইসলাম (২০) ও মোক্তার (১৯)। তারা সবাই ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মী বলে জানা গেছে।
কোতয়ালি মডেল থানার এস.আই ত্রিদীপ কুমার বীর বাদি হয়ে দক্ষিণ জেলা যুবদলের সাধারন সম্পাদক দিদারুল ইসলাম খান রাজুসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে এই মামলাটি দায়ের করেন।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড. আজিজুল হক খান এসব তথ্য নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম