চাঁদপুরে নিখোঁজের চার দিন পর একটি বাগান থেকে সোহেল বেপারী (২৮) নামে এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) ফরিদগঞ্জ উপজেলার সকদী রামপুর গ্রামের একটি বাগানে মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোহেল বেপারী নিখোঁজে হওয়ার পর তার স্ত্রী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর এ ঘটনায় শাহাদাত হোসেন রুবেল নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি সোহেল বেপারীকে হত্যার দায় স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকদী রামপুর গ্রামের বাগান থেকে সোহেলের মরদেহ উদ্ধার করা হয়। এসময় তিনি জানান, কথা-কাটাকাটির জের ধরে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে সোহেল বেপারীকে হত্যা করা হয়। তবে নিহতের সহধর্মিণীর দায়ের করা অভিযোগে মাইনউদ্দিন ও রাসেল নামে আরও দুজনকে অভিযুক্ত করেন। যারা গত ১ ফেব্রুয়ারি চাঁদপুর শহরের পুরানবাজারের দোকানঘর এলাকা থেকে সোহেল বেপারীকে ডেকে নিয়ে যায়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, মূলত মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ছাড়া আরও কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। নিহত সোহেল বেপারীর বিরুদ্ধে চাঁদপুরের বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ