মাগুরায় জটিল রোগে আক্রান্ত ৫৫ জন রোগীর মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্থিক অনুদানের ৩৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু নাসের বেগের সভাপতিত্বে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগাক্রান্তদের হাতে অনুদানের এসব চেক তুলে দেন।
অনুষ্ঠানে জানানো হয়, মাগুরার ক্যানসার, কিডনি রোগী ও ঘর পোড়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ আর্থিক অনুদান দেয়া হয়েছে। মাগুরার ৫৫ জন রোগী ও অসহায় ব্যক্তির মাঝে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই