‘চাকরি নয়, সেবা’ এই স্লোগানে নেত্রকোনায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগে শারীরিক ফিটনেস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার নেত্রকোনা পুলিশ লাইন্স মাঠে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবারও এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা উত্তীর্ণ হবেন, তাদের নিয়েই আগামী ১৫ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে নিয়োগ উপলক্ষে অভিভাবক ও চাকরি প্রত্যাশীদের তদবির কিংবা অবৈধ লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ জানিয়ে জনসচেতনতা বাড়াতে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ আহ্বান জানান।
পুলিশ সুপার জানান, চাকরি প্রত্যাশীদের বিধি মোতাবেক খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে যোগ্যতায় মিলবে পুলিশের চাকরি। একথা নিশ্চিত করতেই তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। সারা দেশে একই প্রক্রিয়ায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে।
তিনি জানান, নেত্রকোনায় ৭৩ জন পুরুষ ও ১৭ জন নারী কনস্টেবল নেয়া হবে। ইতিমধ্যে কনস্টেবল পদে প্রায় ৪ হাজার প্রার্থী আবেদন করেছেন। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সাংবাদিকসহ সমাজের সচেতন মহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই