মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) ইফতেখার ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বরমচাল চা বাগানের দিপু লাইনে কান্ত গঞ্জুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় ঘরে তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অপর দিকে কুলাউড়া থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ সজীব বুনার্জী দূর্গা চরণ (২২) নামে আরও একজনকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ গাজীপুর চা বাগানের গগনটিলা গেটের সামনে থেকে দূর্গা চরণকে আটক করেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই