৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৯

দুর্ঘটনায় ডান হাত হারিয়েও জিপিএ-৫ পেল সানজিদা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

দুর্ঘটনায় ডান হাত হারিয়েও জিপিএ-৫ পেল সানজিদা

সানজিদা খাতুন

সড়ক দুর্ঘটনায় ডান হাত বিচ্ছিন্ন হওয়ার পর এইচএসসি পরীক্ষায় বাম হাত দিয়ে লিখেই জিপিএ-৫ পেয়েছে কুতুবপুরের সানজিদা খাতুন। সে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী এবং দামুড়হুদার কুতুবপুর গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে অধ্যয়নকালে সড়ক দুর্ঘটনায় তার ডান হাতের মাঝামাঝি অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেও মানসিকভাবে সে ছিল দৃঢ়। দীর্ঘ ৬ মাস চিকিৎসার পর আবারও পড়াশোনা শুরু করে। বাম হাত দিয়ে লেখার অভ্যাস করতে থাকে। পরে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে বাম হাত দিয়ে লিখে সফলতা পায় এই শিক্ষার্থী। তার এই সাফল্যে পরিবারের সদস্যরা, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন এবং বন্ধুমহল আনন্দিত। সকলেই তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর