১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:১০

শ্রীপুরে আগুনে পুড়ল দুই দোকানঘর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে আগুনে পুড়ল দুই দোকানঘর

উদ্ধার কাজে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা

গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় আগুনে পুড়েছে দুটি দোকানঘর। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার বিকেল চারটায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নয়নপুর বাজারে সোহরাব সুপার মার্কেটের মেসার্স ব্রাদার্স সেনেটারি অ্যান্ড টাইলস ও সিদ্দিকের মালিকানাধীন একটি লেপ তোশকের দোকানে এ আগুনের ঘটনা ঘটে।

লেপ-তোশক দোকানের মালিক মো. সিদ্দিক জানান, বিকেল ৪টায় তিনি তার দোকানে কাজ করছিলেন। এসময় দোকানের পেছনে থাকা তুলার স্তুপ থেকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস আসার আগেই পাশের মো. দেলোয়ার হোসেনের মালিকানাধীন মেসার্স ব্রাদার্স টাইলস অ্যান্ড সেনেটারিতে আগুন ছড়িয়ে পড়ে

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাই। আগুন লাগার খবরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণও জানা যায়নি।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর