২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:১৩

রাজবাড়ীতে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি


রাজবাড়ীতে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

রাজবাড়ীতে জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি উল্লেখ করা হয়।

পদযাত্রায় জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী খানের সভাপতিত্বে পদযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বক্তব্য রাখেন।

পদযাত্রায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাড. আসলাম মিয়া বক্তব্য রাখেন। 
জেলা বিএনপির পদযাত্রায় পুলিশ নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে আসার ক্ষেত্রে পথে পথে বাধা সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেন বক্তারা।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর