নোয়াখালীর কবিরহাট উপজেলার আবদুল্যাহ মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৎ
আবদুল্যাহ মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহেদ উদ্দিন চৌধুরী শিবলীর সভাপতিত্বে সোমবার দুপুরে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াছ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা শিক্ষা অফিসার লাভলী ইয়াছমিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আবুল বাসার, উপজেলা রিসোর্ট সেন্টারের ইনস্ট্রাক্টর এনায়েত হোসেন সবুজ, প্রধান শিক্ষকসহ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। পুরষ্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল