৩ মার্চ, ২০২৩ ১৯:১৫

ব্রাহ্মণবাড়িয়ায় লাইফ জ্যাকেটবিহীন নৌযান চালানোয় জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় লাইফ জ্যাকেটবিহীন নৌযান চালানোয় জরিমানা

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলায় লাইফ জ্যাকেটবিহীন স্পিডবোট চালানোসহ অতিরিক্ত যাত্রীবোঝাই করে নৌযান চলাচলের অভিযোগে জরিমানা করা হয়েছে। আটটি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উপজেলার মধ্যপাড়ায় একটি অবৈধ খননযন্ত্র জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত নয়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নবীনগর লঞ্চঘাট থেকে স্পিডবোট ও নৌযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর, নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাঞ্ছারামপুর, আশুগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় যাতায়ত করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। প্রতিনিয়তই নবীনগর লঞ্চঘাট থেকে যাত্রীদের লাইফ জ্যাকেট ছাড়াই বিভিন্ন জায়গায় নিয়ে যায় চালকেরা। এছাড়া লঞ্চঘাট থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে বিভিন্ন ধরণের নৌযান চলাচল করে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান নবীনগর লঞ্চঘাটে অভিযান চালান। সেসসয় অতিরিক্ত যাত্রীবোঝাই করে নৌযান চলাচল এবং লাইফ জ্যাকেটবিহীন যাত্রী বহনের দায়ে বৃহস্পতিবার রাতে আটটি মামলায় আটজনকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই দিন বিকেলে উপজেলার মধ্যপাড়া এলাকায় অবৈধ খননযন্ত্র দিয়ে বালু উত্তোলনের দায়ে একটি খননযন্ত্র জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। 

জানা গেছে, গত বুধবার বিকেলে উপজেলার লঞ্চঘাট থেকে অতিরিক্ত মালামাল ও যাত্রীবোঝাই করে একটি ট্রলার নরসিংদীর মির্জারচরের উদ্দেশ্যে রওয়ান হয়। বেলা তিনটা থেকে সাড়ে তিনটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের তিতাস নদের সীতারামপুর এলাকায় সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে এক ছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান বলেন, অভ্যন্তরীন নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী আটটি মামলায় সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন বিকেলে একটি অবৈধ খননযন্ত্র জব্দ করা হয়েছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর