নেত্রকোনার কলমাকান্দায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাদ্রাসা ছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
এতে মো. ইসমাইল হোসেন (২১) নামে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত ইসমাইল উপজেলার রংছাতি ইউনিয়নের হাঁসানাগাও গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। ধর্ষণের শিকার ছাত্রী একই এলাকায় একটি মাদ্রসায় অষ্টম শ্রেণিতে পড়ে।
বুধবার সকালে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম এসব তথ্য নিশ্চিত করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সাত মাস ধরে ইসমাইল ও ওই ছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাকে বিয়ের আশ্বাস দিলে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। গত সোমবার বিকেলে ওই ছাত্রীকে ফোন করে দোকানে আসতে বলেন ইসমাইল।
পরে দোকানে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনকালে স্থানীয়রা খবর দেয় ইউপি সদস্য মো. আব্দুল করিমকে। এরপর সকলে মিলে তাকে উদ্ধার করে। এসময় ইসমাইল দৌড়ে পালিয়ে যান। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা নিশ্চিত করেছেন।
ওসি আবুল কালাম আরও জানান, ভিকটিমকে মেডিকেল পরীক্ষা ও জবানবন্দির জন্য নেত্রকোনায় প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ইসমাইলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই