বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দাবি আদায়ের লক্ষে ফরিদপুরে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাসির উদ্দিন আহমেদ অসিম।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছার সভাপতিত্বে ও সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদিকা নায়াব ইউসুফ, মহানগর বিএনপির আহবায়খ এ এফ এম কাইয়ুম জঙ্গী, যুবদলের সভাপতি রাজিব হোসেন, কৃষক দলের সাধারন সম্পাদক মুরাদ হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃৃবৃন্দ।