কীর্তনখোলা নদীতে চলন্ত নৌকায় নাচ-গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বরিশালে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশাল অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বাংলার নাট্যের নৌযাত্রা।
বেলা সাড়ে ১২টায় নগরীর ডিসিঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে বাংলার নাট্যের নৌযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনায় বাংলার নাট্যের নৌযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে। নদীতে চলন্ত নৌকায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন নদীতে চলাচলকারী ও নদী তীরের মানুষ।
গ্রাম থিয়েটারের জেলা সভাপতি শুভঙ্কর চক্রবর্তী জানান, বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ঐতিহ্যবাহী বাংলার নাট্যের নৌযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে মুক্তিযুদ্ধ করেছি। যেখানে মানুষের সমঅধিকার থাকবে। কিন্তু সেটা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশে বিনির্মাণে নাট্য রীতি এবং নাট্য বিষয়গুলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সারা দেশে ঐহিত্যবাহী বাংলার নাট্যের নৌযাত্রা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।’
সারা দেশে ২৬০ টি সংগঠন গ্রাম থিয়েটারের সাথে সক্রিয় আছে বলে জানিয়েছেন আয়োজকরা।
বিডি প্রতিদিন/নাজমুল