১১ মার্চ, ২০২৩ ২০:০৫

বাগেরহাটে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মতবিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মতবিনিময় সভা

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবে শনিবার সকালে রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, প্রেসক্লাবের শেখ আহসানুল করিম, সাংবাদিক ইসরাত জাহান, মো. আলী আকবর টুটুল, অপরাজিতা প্রকল্প সমন্বয়কারী সুভোল ঘোষ টুটুল, জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মো. আতাবুর রহমান টিপু ও সমন্বয়কারী শিল্পী আক্তার প্রমুখ।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর