ঝালকাঠিতে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা।
এতে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুব লীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াত সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, যাতে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন না হয়।
বিডি প্রতিদিন/এএম