লালমনিরহাটে বাস চাপায় রজব আলী (৭০ ) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টায় লালমনিরহাট সদরের আইরখামার এলাকার ডাকবাংলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্ৰামের মৃত বাহাদুর মাহমুদের ছেলে। স্থানীয় জনতা ঘাতক বাসটিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিনাই নুরুল চেয়ারম্যানের পেট্রল পাম্পে আটকে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি রাস্তার উত্তরপাশ থেকে দক্ষিণ দিকে রাস্তা অতিক্রম করছিলেন। এমন সময় রংপুর থেকে বাসটি এসে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। সদর থানার ওসি এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ