মাদক মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক মাদক ব্যবসায়ী শামিম হোসেনকে (২৮) গ্রেফতার করেছে র্যাব। শামীম হোসেন যশোর সদর উপজেলার কামালপুর গ্রামের সাহাবুদ্দিন মুন্সীর ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্প থেকে জানানো হয়েছে, ২০১২ সালের এপ্রিল মাসে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ শামিমকে আটক করে খুলনার বটিয়াঘাটা থানা পুলিশ। এ ব্যাপারে ওই থানায় একটি মামলাও হয়। কিছুদিন পর জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসায় জড়ান তিনি। ওদিকে বটিয়াঘাটা থানায় দায়ের হওয়া মামলায় আদালত শামিম হোসেনকে যাবজ্জীবন সাজাসহ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
র্যাব জানায়, রায় ঘোষণার পর থেকেই তিনি বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টিম সাতক্ষীরা জেলার সদর উপজেলার বিনাপোতা তালতলা এলাকা থেকে শামিম হোসেনকে গ্রেফতার করে। পরে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এএম