বগুড়ায় মালামালসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার ও মঙ্গলবার রাতে ঢাকার কদমতলি ও মানিকগঞ্জ জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত ৬ মার্চ জেলার শাজাহানপুরে এ ডাকাতির ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার সিংগাইরের মনছুর আলীর ছেলে ট্রাক চালক ফজলুর রহমান (৩২), ঢাকা জেলার সভারের মৃত কছিমুদ্দিনের ছেলে ইকবাল হোসেন (৩৫) ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয় কারবারী ঢাকা মহানগরের শামপুর থানার ইস্কান্দার মুন্সির ছেলে তোফাজ্জল হোসেন (৩১)।
পুলিশের দাবি তারা সবাই সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ও শাজাহানপুরে সংঘটিত হওয়া এই ডাকাতির সাথে সরাসরি জড়িত।
তিনি আরো জানান, গত ৬ মার্চ জেলার শাজাহানপুরে ডাকাতির ঘটনা ঘটে। ৮ থেকে ৯ জন সন্ধ্যা সোয়া ৬ টার দিকে সেখানে প্রবেশ করে। সেখানে দারোয়ানসহ প্রতিষ্ঠানের ১৩ কর্মচারীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেধে রাতভর মালামাল লুট করে। এরপর ৭ মার্চ ভোরে ডাকাতদলের সদস্যরা দুইটি ট্রাকে প্রতিষ্ঠানের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়।
মামলার পরেই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে নামে। গোয়েন্দা তথ্য ও ছায়া তদন্তের মাধ্যমে মানিকগঞ্জ থেকে সোমবার দিবাগত রাতে দুই ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করা হয়। তারা নিজেরাও সরাসরি ডাকাতির ঘটনার সাথে জড়িত। এসময় ডাকাতির কাজে ব্যবহত তাদের ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঢাকার কদমতলি থেকে লুট হওয়া মালামালসহ তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। লুট হওয়া মালামালের বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর পর রিমান্ড চাওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী, বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ ও শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ।
বিডি প্রতিদিন/এএম