কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই। কোনও কেন্দ্রে ভোটার একজন, আবার কোথাও ভোটার নেই।
ফয়েজগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, ভোট শুরুর ৩৪ মিনিট পর্যন্ত নারী কেন্দ্রে এক নম্বর বুথে কোনও ভোট পড়েনি। পাশের দুই নম্বর বুথে পড়েছে মাত্র তিনটি ভোট। আবার পুরুষ কেন্দ্রের এক নম্বর ও দুই নম্বর বুথে যথাক্রমে ৮টি ও ৯টি ভোট পড়েছে। উপজেলার শাসনপাড় মাদ্রাসা কেন্দ্রের একটি নারী বুথে প্রথম ২ ঘন্টায় একটিমাত্র ভোট পড়েছে।
ফয়েজগঞ্জ নারী কেন্দ্রের এক নম্বর বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রিয়াদ শাহরিয়ার রিয়াজ বলেন, ভোটার আসেনি। তাই এখন পর্যন্ত এক ভোটও পড়েনি।নারী কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমার কেন্দ্রের ভোটার দুই হাজার ৭৯১ জন। কেন্দ্রে ভোটার উপস্থিত কম। এখন পর্যন্ত সুষ্ঠু ভোট গ্রহণ চলছে। আশাবাদী কোন সমস্যা হবে না।
শাসনপাড়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. জান্নাতুল বাকী বলেন, ভোটার উপস্থিতি কম। দেখে বলতে পারবো কত ভোট গ্রহণ হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ